ভারতে আগামী বছর অনুষ্ঠেয় এশিয়ান গেমসে ৪৮৪ অ্যাথলেটের একটি দল পাঠাচ্ছে শ্রীলংকা। এর মধ্যে ২৫৭ জন পুরুষ ও ২২৭ জন নারী অ্যাথলেট। শ্রীলংকার কলম্বোস্থ ভারতীয় হাইকমিশন গতকাল এক বিবৃতিতে একথা জানায়। খবর দ্য হিন্দুর
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় শহর গোয়াহাটি ও শিলংয়ে আগামী বছরের ৫-১৬ ফেব্রুয়ারি ১২তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এতে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও মালদ্বীপ অংশ নিবে। নেপাল টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছে বলেও বিবৃতিতে বলা হয়।
উল্লেখ্য, ১২তম এশিয়ান গেমসে ২৩টি ডিসিপ্লিনে মোট ২২৮টি ইভেন্টে অ্যাথলেটরা অংশ নিবে। এতে মোট ১,৫০৫ জন পুরুষ অ্যাথলেট ও ১,১৬৭ জন নারী অ্যাথলেট অংশ নেয়ার কথা রয়েছে। এবারের আসরের থিম সং হচ্ছে 'এই পৃথিবী এখন ক্রীড়াঙ্গন, ক্রীড়া হলো শান্তির প্রাঙ্গন'। এটি সুর করেছেন প্রয়াত সংগীতশিল্পী ভুপেন হাজারিকা।
বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৫/শরীফ