নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত তৃতীয় একদিনের ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছে সফরকারী শ্রীলংকা। ৪৬.২ ওভারেই জয়ের জন্য নির্ধারিত ২৭৭ রান তুলে নেয় তারা। ওপেনার গুনাথিলাকা ৬৫ রান এবং দিলশান ৯১ রান করেন। অার থিরিমান্নে ৮৭ রান করে অপরাজিত ছিলেন।
এর অাগে টসে জিতে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৬ রান সংগ্রহ করে। কিউইদের হয়ে কেইন উইলিয়ামসন সর্বোচ্চ ৫৯ রান করেন। আর লাথাম করেন ৪২ রান।
এদিকে, আজকের ম্যাচে জয় সত্ত্বেও পাঁচ ম্যাচ ওডিআই সিরিজে শ্রীলংকা এখনো ২-১ এ পিছিয়ে আছে। আগামী ২ জানুয়ারি একই ভেন্যুতে চতুর্থ ম্যাচ এবং ৫ জানুয়ারি বে ওভালে পঞ্চম ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ