আইপিএলে বিশ্ব অলরাউন্ডার সাকিব আল হাসানের অভিষেক হয় ২০১১ মৌসুমে। দল পেয়েছিল বলিউড কিং শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। অভিষেকের পর থেকেই টাইগার এই অলরাউন্ডার ধীরে ধীরে হয়ে উঠেছেন দলের অপরিহার্য অংশ। কলকাতার দুইবার শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এরই ধারাবাহিকতায় এবারও সাকিবকে রেখে দিলো কলকাতা।
অথচ ডেল স্টেইন, অ্যাঞ্জেলো ম্যাথুস, যুবরাজ সিং, কেভিন পিটারসেনের বিশ্ব ক্রিকেটের বড় বড় নামের তারকারা কিন্তু দল ধরে রাখতে পারেননি। এর মধ্যে যুবরাজ সিং একটু ব্যতিক্রম। কারণ দীর্ঘদিন পর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছেন এই অলরাউন্ডার। তারপরও দিল্লি যুবরাজের ওপর বিশ্বার রাখতে পারেনি।
বৃহস্পতিবার ছিল আগামী মৌসুমের দল নির্বাচনের শেষ দিন। ২০১৬ মৌসুমের জন্য ১৫ ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা। আর বাকি ১০ ক্রিকেটারকে তারা ছেড়ে দিয়েছে। তবে মজার বিষয় হলো আইসিসি সুনীল নারিনকে নিষিদ্ধ করলেও তাকে ছাড়েনি কলকাতা।
বিডি-প্রতিদিন/০১ জানুয়ারি, ২০১৫/মাহবুব