পাকিস্তানের জাতীয় দলে ফিরছেন স্পট ফিক্সিংয়ের জন্য সম্প্রতি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠা পেসার মোহাম্মদ আমির। আসন্ন নিউজিল্যান্ড ট্যুরের জন্য পাকিস্তানের ওডিআই ও টি-২০ স্কোয়াডে ডাক পেয়েছেন তিনি। চার মাস আগে স্পট ফিক্সিংয়ের জন্য তার পাঁচ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। খবর এএফপির
২০১০ সালে ইংল্যান্ড ট্যুরে ইচ্ছাকৃত নো বলের জন্য আইসিসি মোহাম্মদ আমির, আসিফ ইকবাল ও সালমান বাটকে পাঁচ বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল। নিষেধাজ্ঞার আগে অামির ১৪ টেস্টে ৫১টি উইকেট, ১৫টি ওডিআই ম্যাচে ২৫টি ও ১৮টি টি-২০ ম্যাচে ২৩টি উইকেট নেন। নিষেধাজ্ঞায় পড়ার অাগে আন্তর্জাতিক ক্রিকেটে সেনসেশনে পরিণত হয়েছিলেন তরুণ এ খেলোয়াড়।
এদিকে, জাতীয় দলে আমিরকে অন্তর্ভুক্ত না করার জন্য একটি আবেদন সম্প্রতি দেশটির একটি আদালত খারিজ করে দেন। ফলশ্রুতিতে জাতীয় দলে ফেলা তার জন্য কেবল সময়ের ব্যাপার ছিল।
বিডি-প্রতিদিন/২ জানুয়ারি ২০১৬/শরীফ