আজহার আলী কিংবা মোহাম্মদ হাফিজের ক্যাম্প বর্জন; এমনকি অধিনায়ক থেকে আজহারের পদত্যাগের ঘোষণাও আটকাতে পারেনি জাতীয় দলের মোহাম্মদ আমিরের প্রত্যাবর্তন। এতে স্পষ্ট আমির ফেরায় কতটা অসন্তুষ্ট হাফিজ, আজহার। তবে আমিরকে পেয়ে কিন্তু দারুণ খুশি টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি।
নিজের টুইটার অ্যাকাউন্টে আফ্রিদি জানান, ‘আমির দলে ফেরায় আমি খুশি। আমি যখন প্রথম ইংল্যান্ডে তাকে জিজ্ঞেস করেছিলাম তখন সে সত্য বলেছিলো। সে তার ভুল বুঝতে পেরেছে। তাই তাকে দলে নেওয়া হয়েছে।’
আফ্রিদি অবশ্য হাফিজ ও আজহারের মন্তব্যে সম্মান জানিয়ে বলেন, ‘আমরা স্পট ফিক্সিংয়ের জন্য বেশ ভুগেছিলাম। এটা আমাদের ক্রিকেটীয় ঐতিহ্যকে ধ্বংস করেছে। তবে আমির তার ব্যবহার ও পারর্ফম ভালো করে দলে ফিরেছে। তাই আমরা তাকে স্বাগতম জানাচ্ছি।’
নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে ১৫ জানুয়ারি। আর তিন ওয়ানডের প্রথমটি হবে আগামী ২৫ জানুয়ারি। দুই ফরমেটের সিরিজেই সুযোগ পেয়েছেন আমির। তাই অনেক নাটক করলেও শেষ পর্যন্ত আমিরকে রেখেই হয়তো দল সাজাতে হতে পারে আজহারের।
বিডি-প্রতিদিন/০২ জানুয়ারি, ২০১৫/মাহবুব