১৯৯ বলেই করেছে অপরাজিত ৬৫২ রান! ভাবা যায়? হ্যা, এমনই এক রানের পাহাড় গড়ে নতুন ইতিহাস রচনা করলেন মুম্বাইয়ের এক স্কুলছাত্র প্রনব ধানাওয়াড়ে।
১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলে স্কুল ক্রিকেটে অপরাজিত ৬২৮ করে করেছিল আর্থার এডওয়ার্ড কলিন্স। ১১৬ বছর ধরে যেকোনো পর্যায়ের ক্রিকেটেই সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংসের বিশ্ব রেকর্ড এটা। তবে এখন থেকে এই রেকর্ডে কলিন্সের নামের জায়গায় লেখা হলো নতুন নাম। প্রনব ধানাওয়াড়ে।
সোমবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের আন্ত:স্কুল টুর্নামেন্ট এইচটি ভান্ডারি কাপে আরিয়া গুরুকুল স্কুলের বিপক্ষে কেসি গান্ধী স্কুলের হয়ে ম্যাচের প্রথম দিনেই অপরাজিত ৬৫২ রান করে ধানাওয়াড়ে। তার ১৯৯ বলের ইনিংসে ছিল ৭৮টি চার ও ৩০টি ছক্কার মার। তার স্কুল প্রথম দিনে ১ উইকেট হারিয়ে তুলেছে ৯৫৬ রান। ১৭৩ রান করে আউট হয় ওপেনার আকাশ সিং। আর ১০০ রানে অপরাজিত আছে সিদ্ধেশ পাতিল।
এর আগে ১৮৯৯ সালে ইংল্যান্ডের ব্রিস্টলের ক্লিফটন কলেজ মাঠে নর্থ টাউনের বিপক্ষে ক্লার্কস হাউজের হয়ে ওপেনিংয়ে নেমে অপরাজিত ৬২৮ রান করেছিল ১৩ বছরের স্কুলছাত্র কলিন্স। তার দল অলআউট হয়েছিল ৮৩৬ রানে। কলিন্সের ৬২৮ রান এতদিন যেকোনো পর্যায়ের ক্রিকেটেই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এবার তার ১১৬ বছরের অক্ষত রেকর্ড ভেঙে সেখানে নিজের নাম লেখাল ধানাওয়াড়ে। সেই সঙ্গে এক ইনিংসে ৫০০ বা এর বেশি রান করা ভারতের চতুর্থ ব্যাটসম্যানও ধানাওয়াড়ে।
যেকোনো পর্যায়ের ক্রিকেটে সেরা পাঁচ ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস
রান ব্যাটসম্যান ম্যাচ ভেন্যু সাল
৬৫২* প্রনব ধানাওয়াড়ে কেসি গান্ধী-আরিয়া গুরুকুল মুম্বাই ২০১৬
৬২৮* আর্থার কলিন্স ক্লার্ক’স হাউজ-নর্থ টাউন ক্লিফটন ১৮৯৯
৫৬৬ চার্লস এডি ব্রেক ও’ ডে-ওয়েলিংটন হোবার্ট ১৯০১-০২
৫৪৬ পৃথ্বি শ সেন্ট ফ্রান্সিস-রিজভি স্প্রিংফিল্ড মুম্বাই ২০১৩-১৪
৫১৫ ডিআর হাভেওয়ালা রেলওয়ে-সেন্ট জেভিয়ার্স বোম্বে ১৯৩৩-৩৪
তথ্যসূত্র : এনডিটিভি অনলাইন, ক্রিকইনফো।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ