রিয়াল মাদ্রিদের মূল দলের কোচের দ্বায়িত্ব পেয়েছেন ফ্রান্সের সাবেক তারকা ফুটবলার জিনেদিন জিদান। এর আগে তিনি রিয়ালের 'বি' দলের দায়িত্বে ছিলেন।
সোমবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দেয় ক্লাবটির পরিচালনা পর্ষদ। এর আগে এক বৈঠকে রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসে, রিয়ালের কোচ বেনিতেসকে সরিয়ে তার মেয়াদের ১১ তম কোচ হিসেবে ৪৩ বছর বয়সী জিদানকে নিয়োগ দেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জিদান বলেন, ''সবকিছু ভালোভাবে পরিচালনার জন্যে এ কাজে আমি নিজের পুরোটা দেওয়ার চেষ্টা করবো।''
৯ জানুয়ারি নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মূল দলের কোচ হিসেবে প্রথম পরীক্ষা দিতে যাচ্ছেন জিদান।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ