জিম্বাবুয়ের বিপক্ষে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ২ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে প্রথম বারের মতো ডাক পেয়েছেন বিপিএলে ধারাবাহিক পারফর্ম করা আবু হায়দার রনি ও নুরুল হাসান।
অন্যদিকে, দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন, এনামুল হক, লিটন কুমার দাস ও কামরুল হাসান রাব্বী।
আগামী ১৫, ১৭, ২০ ও ২২ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুইয়ানরা। ম্যাচগুলো সব অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।
ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলতে পারেননি সৌম্য সরকার। টি-টোয়েন্টি সিরিজে ফিরছেন তিনি। তার সঙ্গে ফিরেছেন শুভাগত হোম চৌধুরী।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচের স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, শুভাগত হোম চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানী, আবু হায়দার রনি।
বিডি-প্রতিদিন/০৫ জানুয়ারি, ২০১৬/মাহবুব