নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর অসন্তোষ প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খান। একইসঙ্গে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে তিনি আইসিসির প্রতি আহ্বান জানান।
মঙ্গলবার পাকিস্তানের বন্দরনগরী করাচীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। খবর দ্য ডনের।
হতাশ শাহরিয়ার খান আরও বলেন, ‘যদি কোনো দল কোনো নিশ্চিত টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়, তাহলে স্বাগতিকদের ক্ষতিপূরণ দেয়া বাবদ তাদের অার্থিক জরিমানার আওতায় আনা উচিত।’
প্রসঙ্গত, মঙ্গলবার এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নিরাপত্তার অজুহাতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট থেকে অস্ট্রেলিয়ার নাম প্রত্যাহারের ঘোষণা দেন।
এর আগেও অবশ্য অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া জাতীয় দলের। কিন্তু সে সময়ও একই অভিযোগে সফর স্থগিত করে অস্ট্রেলিয়া। এবার একই পথে হাঁটলোও অনূর্ধ্ব-১৯ দলও।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব