দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড গড়েছেন তেম্বা বাভুমা। মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে কেপটাউন টেস্টে তিন অঙ্ক ছুঁয়ে ইতিহাসের পাতায় ঢুকে পড়েন ২৫ বছর বয়সি এই ব্যাটসম্যান।
এর আগে, ২০১৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে প্রথম কৃষ্ণাঙ্গ স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে খেলার কীর্তি গড়েছিলেন তেম্বা বাভুমা।
অভিষেকের ১৩ মাস পর বাভুমা ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিটা পেলেন আবার ঘরের মাঠেই। ব্যতিগত ৯৬ থেকে স্টিভেন ফিনের বলে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগার ছুঁয়ে ফেলেন এই ডানহাতি। সেঞ্চুরি পূরণের পরই ব্যাট উঁচিয়ে ধরেন ঘরের মাঠের দর্শকদের দিকে। সেঞ্চুরির সময় তার পরিবারও গ্যালারিতেই ছিল।
১৪৮ বলে ১৬টি চারের সাহায্যে অপরাজিত ১০২ রান করেন বাভুমা। এই ইনিংস খেলার পথে সপ্তম উইকেটে ক্রিস মরিসের (৬৯) সঙ্গে ১৬৭ রানের বিশাল জুটিও গড়েন।
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনির ১৭ বছর পর প্রথম কৃষ্ণাঙ্গ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলার সুযোগ পান বাভুমা।
বিডি-প্রতিদিন/০৬ জানুয়ারি, ২০১৫/মাহবুব