সিরিজের মাঝপথেই দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়লেন হাশিম আমলা। বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে নিউল্যান্ড টেস্ট অমীমাংসিত ভাবে শেষ হওয়ার পর, আমলা টেস্ট টিমের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণােদেন।
গতকালই দ্বিশতরান করেছেন আমলা। অধিনায়কের রানে ভর করেই দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে নিশ্চিত হার বাঁচায় দক্ষিণ আফ্রিকা। এদিন ম্যাচ শেষ হওয়ার পর হাশিম আমলা বলেন, 'স্বাভাবিক ভাবেই এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল না। কিন্তু, আমি একজন সিনিয়র খেলোয়াড় হিসেবেই এই টিমে থাকতে চাই। ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়াও তার উদ্দেশ্য বলে জানান আমলা।'
তাকে এতদিন দেশের হয়ে টেস্ট ক্যাপ্টেনসি করার সুযোগ দেওয়ার জন্য দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমলা। 'আমাকে অধিনায়ক করে বোর্ড যে সুযোগ দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ দিতে চাই বোর্ডকে।
বিডি-প্রতিদিন/ ০৭ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন