ভারতের জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচি সত্ত্বেও চলতি বছর পাকিস্তান ও ভারতের মধ্যে একটি সংক্ষিপ্ত সিরিজ আয়োজনের ব্যাপারে এখনো আশাবাদী পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। তবে এজন্য কেবল ভারত সরকারের 'সবুজ সংকেত' প্রয়োজন বলে মনে করেন পিসিবির নির্বাহী কমিটির চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিঅাই'র সেক্রেটারি অনুরাগ ঠাকুর সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন যে দেশটির জাতীয় ক্রিকেট দলের ব্যস্ত সূচির কারণে ২০১৬ সালে পাক-ভারত সিরিজ আয়োজনের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে জিজ্ঞাসা করলেই ওই কথা বলেন মি. শেঠি। খবর পিটিঅাই'র
নাজাম শেঠি বলেন, 'আমাদের অবস্থান হচ্ছে যে যদি ভারত সরকার এ ব্যাপারে বিসিসিঅাইকে অনুমতি দেয় তাহলে আমরা তাদের সঙ্গে আলোচনা করবো এবং চলতি বছর একটি সিরিজের জন্য ১০ থেকে ১৫ দিন বের করতে পারবো।'
চলতি বছরেই তিন ম্যাচের একটি ওডিআই ও দুই ম্যাচের একটি টি-২০ সিরিজ না হওয়ার কোনো কারণ দেখছেন না বলেও জানান তিনি। মি. শেঠি বলেন,' ১০ থেকে ১৫ দিনেই তা আয়োজন করা যেতে পারে। উভয় দেশের সরকারের সবুজ সংকেত পেলেই তা আয়োজনে দরকার হবে আমাদের প্রচেষ্টা।'
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ