স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজর’ল ইসলামের নামে কিশোরগঞ্জে প্রথমবারের মতো শুরু হয়েছে টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আজ শনিবার দুপুরে সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে গোলাম দস্তগীর গাজী এমপি, রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি, জাতীয় দলের ক্রিকেটার তাসকিন আহমেদ উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর কিশোরগঞ্জে ক্রিকেটের আয়োজন হওয়ায় স্টেডিয়ামে গ্যালারি ভর্তি ক্রিকেটপ্রেমি দর্শক ছাড়াও উপচে পড়া ভিড় ছিল।
জেলার ১২টি দল টুর্নমেন্টে অংশ নিচ্ছে। গাজী গ্র’পের সৌজন্যে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দেড়লক্ষ টাকা প্রাইজমানি দেওয়া হবে। জেলা মুক্তিযোদ্ধা যুব কমাণ্ডার এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
বিডি-প্রতিদিন/১৬ জানুয়ারি ২০১৬/শরীফ