জিম্বাবুয়ের বিরুদ্ধে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে চার উইকেটে জিতে ইতিমধ্যে সিরিজে ১-০'তে এগিয়ে বাংলাদেশ। আজ রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বিকেল ৩টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। এ ম্যাচে জিততে পারলেও সিরিজ জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে মাশরাফি বাহিনী।
প্রথম ম্যাচে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল নুরুল হাসান সোহান ও শুভাগত হোমের। ওই দিন ব্যাট হাতে সুবিধা করতে পারেন নি, তবে বল হাতে দেখা না যাওয়ায় অলরাউন্ডার শুভাগত হোমকে দেখতে আরেকটা সুযোগ পেতে পারেন তিনি। তা না হলে তার জায়গায় আর ফিরতে পারেন আরাফাত সানি। কারণ কোচ এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সেরা কম্পিনেশন খুঁজে বের করতে চাচ্ছেন, তাই দলে পরিবর্তন আসতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
১. তামিম ইকবাল
২. সৌম্য সরকার
৩. মাহমুদউল্লাহ রিয়াদ
৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক)
৫. সাকিব আল হাসান
৬. সাব্বির রহমান
৭. নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক)
৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক)
৯. শুভাগত হোম/আরাফাত সানি
১০. মুস্তাফিজুর রহমান
১১. আল-আমিন হোসেন।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব