স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে চলমান তৃতীয় একদিনের ম্যাচে শতক হাঁকিয়েছেন ভারতীয় সেনসেশন বিরাট কোহলি। ১০৫ বলে ৬টি চার ও ১টি ছক্কার বিনিময়ে এ শতক করেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৬৯ ম্যাচে এটা তার ২৪তম শতক।
এর আগে মেলবোর্নে টসে হেরে প্রথমে ব্যাট করছে ভারত। শেষ খবর পর্যন্ত সফরকারীরা ৪৩ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে। বিরাট কোহলি ১০১ রান ও আজিঙ্কা রাহানে ৪৬ রান নিয়ে এখন ক্রিজে আছেন। এর অাগে ওপেনার রোহিত শর্মা ৬ রান ও শিখর ধাওয়ান ৬৮ রান করে সাজঘরে ফিরেন। কেইন ও হেস্টিংস ১টি করে উইকেট নিয়েছেন।
উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওডিঅাই সিরিজে অস্ট্রেলিয়া এখন ২-০ তে এগিয়ে আছে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ