এভারটনের বিরুদ্ধে ৬০ মিনিটের মধ্যে ২ গোলে পিছিয়ে থেকে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে চেলসি। যদিও ম্যাচের ৮৯ মিনিট পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিলো দু’দলের। কিন্তু ঠিক এক মিনিট পরেই র্যামারিও ফুনেস মরির গোলে চেলসির বিপক্ষে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। তবে ইনজুরি টাইমে জন টেরির গোলে সমতায় ফেরে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
শনিবার রাতে স্টামফোর্ডব্রিজে এভারটনকে স্বাগত জানায় চেলসি। কিন্তু নিজেদের দুঃসময়ে ঘরের মাঠেও জয়বঞ্চিত থাকতে হয়েছে তাদের। তবে শেষ মুহূর্তের গোলে হার এড়াতে পেরে সান্ত্বনা খুঁজতে পারে তারা।
এদিন, আক্রমণ প্রতি আক্রমণে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে জন টেরির আত্মঘাতী গোলে এগিয়ে যায় এভারটন। এরপর ৫৬ মিনিটে মিরালাসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় এভারটন। তবে ম্যাচের ৬৪ মিনিটে গোল করে ২-১ তে ব্যবধান কমান চেলসির স্প্যানিশ স্ট্রাইকার ডিয়োগো কস্তা। এর ২ মিনিট পর সেস ফ্যাব্রিগাসের গোলে ২-২ ব্যবধানে সমতায় ফেরে গাস হিডিঙ্কের দলটি।
তবে আত্মঘাতী গোলে শুরুতে চেলসির সর্বনাশ ডেকে আনলেও শেষপর্যন্ত চেলসিকে হারের বৃত্ত থেকে টেনে তুলেন সেই জন টেরিই। ম্যাচের অতিরিক্ত সময়ে তার গোলেই সমতা পেয়ে পয়েন্টের ভাগভাগি করে মাঠ ছাড়ে ব্লুজরা।
এদিকে, এ ম্যাচে ড্র'র ফলে লিগে ২২ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে চেলসি। অন্যদিকে, সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিচেস্টার সিটি।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব