তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামিল্টনে টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ১৬৮ রান সংগ্রহ করেছে। ফলে স্বাগতিক নিউজিল্যান্ডের আজকের ম্যাচে জয়ের জন্য দরকার ১৬৯ রান। উমর আকমল পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন। অার শোয়েব মালিক করেন ৩৯ রান। এছাড়া ওপেনার মোহাম্মদ হাফিজ করেন ১৯ রান। নিউজিল্যান্ডের হয়ে ম্যাকক্লেনাঘান ২টি উইকেট; সান্তনার, অ্যান্ডারসন, মিলনে ও ইলিয়ট ১টি করে উইকেট নিয়েছেন।
আজকের ম্যাচে কিউইরা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরির জায়গায় তারা দলে নিয়েছে মিশেল ম্যাকক্লেনাঘান ও রস টেলরকে।
এর আগে অকল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ম্যাচে ১৬ রানের জয় পায় পাকিস্তান।
উল্লেখ্য, ৩ ম্যাচ টি-২০ সিরিজ ছাড়াও দেশ দুটির মধ্যে ৩ ম্যাচের ১টি ওডিআই সিরিজ হবে যা ২৫ জানুয়ারি থেকে শুরু হবে।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ