পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের হ্যামিল্টনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ১০ উইকেটের বড় জয় পায় নিউজিল্যান্ড। দুই ওপেনার মার্টিন গাপটিনের ৮৭ রান ও কেইন উইলিয়ামসনের ৭২ রানে এ জয় পায় কিউইরা। এ জয়ের মধ্য দিয়ে গাপটিল ও উইলিয়ামসন নতুন একটি রেকর্ড গড়লেন। কিউইদের এ জুটি টি-২০'র আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে বড় পার্টনারশিপটি গড়েন। পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে তারা দু'জন মিলে ১৭১ রান করেন। এর আগে টি-২০ ক্রিকেটের দীর্ঘতম পার্টনারশিপটি ছিল দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ ও লুটস বসমানের দখলে। সেঞ্চুরিয়ানে ইংল্যান্ডের বিপক্ষে ২০০৯ সালে ১৭০ রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা।
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান ৭ উইকেটে ১৬৮ রান তুলে। জয়ের জন্য নির্ধারিত ১৬৯ রান কিউইরা ১৪ বল বাকি রেখেই তুলে নেয়।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি ২০১৬/শরীফ