সৌন্দর্য্যের রানি খ্যাত রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস কোর্টে তাঁকে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। কোর্টের বাইরেও তিনি সমান জনপ্রিয়। সেই শারাপোভাকে শনিবার অন্তর্বাস নিয়ে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। আর সেই বাউন্সার তিনি 'স্ম্যাশ' করার চেষ্টা করেন।
অস্ট্রেলিয়ান ওপেনের জন্য নিজেকে তৈরি করছেন মারিয়া। চলতি মাসের ১৮ তারিখ বল গড়াচ্ছে মেলবোর্নের কোর্টে। রুশ সুন্দরি কতদূর এগোবেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনে, তার উত্তর দেবে সময়। তবে কোর্টে নামার আগেই প্রাপ্তিযোগ হয়েছে শারাপোভার। এক জোড়া মহিলা-অন্তর্বাস এসে পৌঁছেছে শারাপোভার কাছে। তাঁর মতে, সেগুলির মালকিন তিনি নন। হোটেলের লন্ড্রি-বিপর্যয়েই অন্যের অন্তর্বাস চলে এসেছে তার কাছে।
জনৈক সাংবাদিক কিছুটা রসিকতা করেই ছুড়ে দেন এই 'প্যান্টি-বিভ্রাট' -সংক্রান্ত প্রশ্ন। প্রথমটায় হতচকিত হয়ে যান রুশ-তারকা। পরে সামলে নেন। তিনি বলেন, ''লন্ড্রিতে আমি অনেক জিনিস আগেও হারিয়ে ফেলেছি। এই তো দশ দিন আগেই ব্রিসবেনে দারুণ একটা টি-শার্ট হারিয়েছি।''
প্রাপ্ত অন্তর্বাসগুলি আবার 'চিতা-ছাপ'। তাই নিয়েও রসিকতা করেন ২৮ বছরের টেনিস-সুন্দরী। সেই অন্তর্বাস অবশ্য লন্ড্রিতে ফিরিয়ে দিয়েছেন মাশা।
বিডি-প্রতিদিন/১৭ জানুয়ারি, ২০১৬/এস আহমেদ