ক্যানবেরায় অনুষ্ঠিত স্বাগতিক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওডিআইতে সেঞ্চুরি করেছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। আন্তর্জাতিক ওডিঅাই ক্রিকেটে শিখরের এটা নবম এবং কোহলির ২৫তম সেঞ্চুরি। জয়ের জন্য ৩৪৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ খবর পর্যন্ত ভারত ১ উইকেট হারিয়ে ৩৫.৫ ওভার শেষে ২৬৪ রান সংগ্রহ করেছে। ফলে জয়ের জন্য তাদের অার দরকার মাত্র ৮৫ রান। হাতে রয়েছে এখনো আরো ৯ উইকেট ও ১৪ ওভার।
এর আগে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৮ রান তুলে। ওপেনার অ্যারন ফিনচ সেঞ্চুরি [১০৭] ও ডেভিড ওয়ার্নার ৯৩ রান করেন।
বিডি-প্রতিদিন/২০ জানুয়ারি ২০১৬/শরীফ