চলতি সিরিজে পরপর তিন বার প্রথমে ব্যাট করে ৩০০+ রান করেও এমএস ধোনির ভারতকে ম্যাচ খোওয়াতে হয় বোলারদের ব্যর্থতায়। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে প্রথমবার ৩০০+ রান তাড়া করতে নেমেছিল ধোনি বাহিনী। বিরাট কোহলি(১০৬) ও শিখর ধওয়ান (১২৬) জোড়া সেঞ্চুরি করলেও, মিডল অর্ডার দাঁড়াতে না-পারায়, জেতা ম্যাচ হাতছাড়া করল ভারত। কোহলি ও শিখর ফিরে যাওয়ার পর, ভারত ৯ উইকেট হারায় মাত্র ৪৬ রানে। সাম্প্রতিক অতীতে এ ভাবে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে দেখা যায়নি ধোনি বাহিনীকে।
৩৪৯ রান তাড়া করতে নেমে ভারতের শুরুটা মন্দ হয়নি। কোহলি সিরিজের দ্বিতীয় সেঞ্চুরিটা করে ফেললেন। শিখর ও কোহলি মিলে স্কোরবোর্ড যোগ করে ২১২ রান। এই জুটি ভাঙতে যথেষ্ট ঘাম ঝরাতে হয় অভিজ্ঞ অস্ট্রেলীয় বোলিং লাইনআপকে। এর পরে আর কোনও ব্যাটসম্যানই অসি বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেননি। ২৭৭/১ থেকে ৩২৩ রানে অলআউট হয়ে যায় ভারত। ৬৮ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন কেন রিচার্ডসন। এটা তাঁর কেরিয়ারের অন্যতম সেরা বোলিং। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ইশান্ত। ৭৭ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট। যাদব ৬৭ রান দিয়ে পেয়েছেন ৩ উইকেট।
চতুর্থ ম্যাচ হারার সঙ্গে সঙ্গে একদিনের র্যাঙ্কিয়ের ২ নম্বর জায়গাটা হাতছাড়া হল ভারতের।
বিডি-প্রতিদিন/ ২১ জানুয়ারি ১৬/ সালাহ উদ্দীন