টানা চার ম্যাচে হারের পর পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে জয় পেয়েছে ভারত। আর এই জয়ের ফলে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো মহেন্দ্র সিং ধোনির দল। ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৩৩০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে মনিষ পান্ডের অপরাজিত শতক আর রোহিত শর্মা-শিখর ধাওয়ানের ব্যাটে দুই বল আর ৪ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
শনিবার সকালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে আগে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তবে শুরুটা খুব ভালো করতে পারেনি স্বাগতিকরা। দলীয় ছয় রানে আউট হন ওপেনার অ্যারন ফিঞ্চ। এছাড়া ১১৭ রানের মধ্যে অজিরা হারায় অধিনায়ক স্টিভেন স্মিথ, জর্জ বেইলি ও শন মার্শের মতো টপ অর্ডার ব্যাটসম্যানদের। তবে উইকেটের অন্যপ্রান্তে অবিচল থেকে মিচেল মার্শকে সঙ্গে নিয়ে দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন বাঁহাতি ওপেনার ওয়ার্নার। পঞ্চম উইকেট জুটিতে তাদের ব্যাট থেকে আসে মূল্যবান ১১৮ রান। এ সময় ওয়ার্নার তুলে নেন ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি। পরে তিনি ১১৩ বলে নয় চার ও তিন ছয়ে ১২২ রান করে ইশান্ত শর্মার বলে আউট হন।
ওয়ার্নারের বিদায়ের পর ঝড়ো গতির ব্যাট করতে থাকেন অলরাউন্ডার মার্শ। ৮১ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। এছাড়া উইকেটরক্ষক-ব্যাটসম্যান ম্যাথিউ ওয়েডের সঙ্গে গড়েন ৮৫ রানের জুটি। ওয়েড ৩৬ রানে বিদায় নেন। তবে ১০২ রানে অপরাজিত থাকেন মার্শ।
ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন ইশান্ত ও অভিষিক্ত জাসপ্রিত বুমরাহ। একটি করে উইকেট পান উমেশ যাদব ও রিশি ধাওয়ান।
৩৩১ রানের টার্গেটে ভারতের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। ওপেনিং জুটিতেই তারা তুলে নেন ১২৩ রান। শিখর ধাওয়ান ৭৮ রানের ঝড়ো একটি ইনিংস খেলেন। ৫৬ বলে ৭টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকানো ধাওয়ান ৭৮ রান করে বিদায় নেন।
সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে ৯৯ রানে ফেরেন রোহিত শর্মা। ১০৮ বলের তার ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারি দিয়ে সাজানো। এরপর তিন নম্বরে নামা বিরাট কোহলি ৮ রানে ফিরলে দলের হাল ধরেন দলপতি মহেন্দ্র সিং ধোনি ও মনিষ পান্ডে। এ জুটি থেকে আসে আরও ৯৪ রান। মাত্রই চতুর্থ ওয়ানডে খেলতে নামা পান্ডে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন অপরাজিত থাকা পান্ডে। ৮১ বলে সাজানো তার অপরাজিত ১০৪ রানের ইনিংসে ছিল ৮টি চার আর একটি ছক্কা।
শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন হয় ১৩ রান। বোলিং আক্রমণে আসেন মিচেল মার্শ। প্রথম বলটি ওয়াইড দেন তিনি। পরের বলে ছক্কা হাঁকান ধোনি। ওভারের দ্বিতীয় বলে মার্শ ফিরিয়ে দেন ৪২ বলে একটি করে চার ও ছক্কায় ৩৪ রান করা ধোনিকে। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে ব্যবধান কমান পান্ডে। সে বলেই তিনি ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতকের দেখা পান। পরের বলে ডাবল রান নিয়ে ইনিংসের সমাপ্তি টানেন পান্ডে। দুই বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে টিম ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব