বিশ্বের এক নম্বর তারকা নোভাক জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে ফরাসি তরকা জাইলস সিমনের কাছে হারের শঙ্কায় পড়ে গিয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি ৬-৩, ৬-৭, ৬-৪, ৪-৬, ৬-৩ গেমে জিতেন তিনি। বিশ্বের সাবেক ছয় নম্বর তারকা সিমনের বিপক্ষে জয় পেতে পঞ্চম সেট পর্যন্ত খেলতে হয় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান এই তারকাকে। তাদের মধ্যকার ম্যাচটি ৪ ঘণ্টা ৩২ মিনিট স্থায়ী হয়। খবর বিবিসির
সিডনির রড লাভের এরিনাতে আজকের ম্যাচে জয়ের মধ্য দিয়ে গ্র্যান্ড স্ল্যামে টানা ২৭ কোয়ার্টার ফাইনালে পৌঁছেন জেকোভিচ। ষষ্ঠ অস্ট্রেলিয়ান ওপেন শিরোপা জয়ের লক্ষ্যে কোয়ার্টারে জাপানি তারকা কেই নিশিকোরির মুখোমুখি হবেন তিনি। টুর্নামেন্টের সপ্তম বাছাই নিশিকোরি আরেক ফরাসি তারকা জো উইলফ্রে সোঙ্গাকে ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেন। ২০১৪ সালে ইউএস ওপেনে রানার্স-আপ হয়েছিলেন জাপানি এই তারকা।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৬/ শরীফ