বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শেষ অাটে উঠে গেছেন জার্মান তারকা অ্যানজেলিক কেরবের। স্বদেশি আনিকা বেককে সরাসরি সেটে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শেষ আটে উঠলেন সপ্তম বাছাই এই তারকা। কোয়ার্টারে ভিক্টোরিয়া আজারেঙ্কা বা বারবোরা স্ট্রাইকোভার মুখোমুখি হবেন তিনি। খবর বিবিসির
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ