বাংলাদেশে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হবে ২৭ জানুয়ারি। ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও সিলেট-এ পাঁচটি ভেন্যুতে এবারের আসরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২৭ জানুয়ারি চট্টগ্রামে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তবে কক্সবাজার ভেন্যুর কোনো টিকিট দেওয়া হবে না। চট্টগ্রামে ২৬ জানুয়ারি এবং অন্যান্য ভেন্যুতে ২৭ জানুয়ারি থেকে পাওয়া যাবে টিকিট। দেশজুড়ে বিভিন্ন ভেন্যুর টিকিটের দাম ও প্রাপ্তিস্থান বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে আইসিসি।
শেরে বাংলা স্টেডিয়ামের ম্যাচগুলোর জন্য টিকিটের দাম হচ্ছে গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ মুশতাক/জুয়েল স্ট্যান্ড ১০০ টাকা, উত্তর/দক্ষিণ গ্যালারি ৪০ টাকা ও পূর্ব গ্যালারি ২০ টাকা। টিকিট পাওয়া যাবে ২৭ জানুয়ারি থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। ফতুল্লায় খান সাহেব ওসমানী স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলোর জন্য টিকিটের দাম যথাক্রমে গ্র্যান্ড স্ট্যান্ড ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি ১৫০ টাকা, ক্লাব হাউস পূর্ব/পশ্চিম ১০০ টাকা, পশ্চিম গ্যালারি ৮০ টাকা ও পূর্ব গ্যালারি ২০ টাকা। টিকিট কাউন্টার : যুব উন্নয়ন অধিদপ্তর, জালকড়ি, ফতুল্লা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ম্যাচের টিকিট পাওয়া যাবে সাগরিকা মোড়ে, সিটি করপোরেশনের অফিসের পাশে। টিকিটের দাম যথাক্রমে : গ্র্যান্ড স্ট্যান্ড ২০০ টাকা, রুফটপ হসপিটালিটি ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১০০ টাকা, ক্লাব হাউস পূর্ব/পশ্চিম ১০০ টাকা, পশ্চিম গ্যালারি ৫০ টাকা ও পূর্ব গ্যালারি ৩০ টাকা। সাধারণ রুফটপ ১০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড উত্তর/দক্ষিণ ৭৫ টাকা, ক্লাব হাউস উত্তর/দক্ষিণ ৫০ টাকা ও সাধারণ গ্যালারি ২০ টাকা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট ২৭ জানুয়ারি থেকে পাওয়া যাবে এয়ারপোর্ট রোডের লাক্কাতুরায়। গ্র্যান্ড স্ট্যান্ড পূর্ব/পশ্চিমের টিকিটের দাম ২০০ টাকা, ক্লাব হাউস পূর্ব/পশ্চিম ১০০ টাকা আর গ্রিন হিল, পূর্ব ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ৩০ টাকা করে। সিলেট জেলা স্টেডিয়ামের ম্যাচে ক্রিকেট প্যাভিলিয়নের টিকিট ২০০ টাকা, সাধারণ গ্যালারির টিকিট ৫০ টাকা ও ৩০ টাকা। পাওয়া যাবে স্টেডিয়াম মার্কেটের দরগাহ প্রান্তের কাউন্টারে। সব ভেন্যুর জন্যই আইসিসির সাধারণ নির্দেশনা হচ্ছে, একজন একটি ম্যাচের সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন। সূত্র : আইসিসি
বিডি-প্রতিদিন/২৫ জানুয়ারি ২০১৬/শরীফ