রাশিয়ান টেনিস তারকা শারাপোভাকে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠে গেছেন শীর্ষ বাছাই সেরেনা।
মঙ্গলবার মেলবোর্ন পার্কে কোয়ার্টার ফাইনালে ১ ঘণ্টা ৩২ মিনিটের লড়াইয়ে রাশান সুন্দরীকে ৬-৪, ৬-১ গেমে হারান সেরেনা।
গত ১২ বছর ধরে সেরেনাকে হারাতে পারেননি শারাপোভা। ২০০৫ সালে এই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে দু'জনের ২-৬, ৭-৫, ৮-৬ গেমের ম্যাচটি দিয়েই সেরেনার কাছে শারাপোভার এই পতনের শুরু। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের ২১ ম্যাচের মাত্র দু'টিতে জিতেছেন শারাপোভা।
শেষ চারে চতুর্থ বাছাই পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদভান্সকার বিপক্ষে খেলবেন মার্কিন তারকা সেরেনা।
বিডি-প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৬/ এস আহমেদ