যুব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের টার্গেট দাঁড়িয়েছে ২৪১ রান।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়নের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন স্বাগতিক বাংলাদেশের দলপতি মেহেদি হাসান মিরাজ। শুরুতে ধীর গতির ব্যাটিং করে ৯ ওভারে টাইগারদের বিনা উইকেটে ২৩ রান সংগ্রহ করে বাংলাদেশ যুবারা। দশম ওভারে দক্ষিণ আফ্রিকার মুলদারের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন সাইফ হাসান। তিনি ৩১ বলে সংগ্রহ করেছেন ৬ রান। অন্যদিকে পিনাক ঘোষ বেশ আক্রমণাত্মকভাবেই খেলেছেন। কিন্তু ৫১ বলে ৪৩ রান করে রানআউটের শিকার হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
পিনাকের পর জয়রাজ শেখও অর্ধশতকের কাছাকাছি পৌঁছেও সফল হতে পারেননি। দুর্ভাগ্যবশত তিনিও ৪৬ রানেই আউট হয়ে গেছেন। এরপর নাজমুল হোসেন শান্ত ও মেহেদি হাসান মিরাজ জুটি গড়েন। তবে ৩৮ বলে ২৩ রান করে মিরাজ ফিরে গেলেও শান্ত মুলদারের বলে আউট হওয়ার আগে ৭৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন শান্ত। তার ৮২ বলের এই ইনিংসটিতে ছিল চারটি চার ও তিনটি ছয়।
দক্ষিণ আফ্রিকার হয়ে মুলদার নিয়েছেন ৩টি উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন সিপামলা, হোয়াইটহেড এবং জর্জি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ১৪বারের দেখায় ১২টিতেই জয় পেয়েছে বাংলাদেশ। প্রোটিয়াদের বিপক্ষে শেষ এক বছরে বেশ দাপটের সঙ্গে খেলেছে বাংলাদেশ। কিন্তু যুব বিশ্বকাপের পরিসংখ্যান ভিন্ন। এ পর্যন্ত বিশ্বকাপে দুই দল চারবার মুখোমুখি হয়েছে। সবকটিতেই হেরেছে বাংলাদেশ। অবশ্য অতীত পরিসংখ্যানের সঙ্গে জুনিয়র টাইগারদের বর্তমান পারফরম্যান্সের মিল নেই। বর্তমান দলের সবাই পরীক্ষিত ক্রিকেটার।
বিডি-প্রতিদিন/২৭ জানুয়ারি, ২০১৬/মাহবুব