আইসিসির কাছে ক্রিকেট ব্যাটের মাপে সীমা বেঁধে দেয়ার সুপারিশ করতে যাচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বিশ্ব ক্রিকেটের নীতি ও নিয়ম সুপারিশকারী সংস্থা হিসেবে গণ্য করা হয় মেরিলিবোন ক্রিকেট ক্লাবের ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিকে।
মঙ্গলবার প্রথমবারের মতো মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বৈঠক হয়। সেখানে ছিলেন এই কমিটির সদস্য ভারতের ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবং ইংল্যান্ডের মাইক ব্রিআরলি। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ বলেন, ব্যাটের মাপ ইচ্ছামতো বাড়িয়ে নেওয়া হচ্ছে ইদানীং। যার ফলে যন্ত্রের মতো রানও তুলছে অনেকে। সেটা আটকাতেই এই সুপারিশ। আর টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য চার দিনের টেস্টের প্রস্তাব।
এমসিসি-র গত বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, ব্যাটের ঘনত্বের সীমা বেঁধে দেওয়া উচিত। ৬০ থেকে ৬৫ মিলিমিটারের সীমা নির্দিষ্ট করার প্রস্তাব হয়েছিল সেই সভায়। এ দিন সেই বিষয়েই আবারও আলোচনা হয়। সভায় ঠিক হয়, ব্যাটের ঘনত্বের সীমা ৬৫ মিলিমিটার ও ব্যাটের এজ-এর ঘনত্ব ৪৫ মিলমিটার বেঁধে দেওয়ার সুপারিশ করা হবে আইসিসির কাছে।
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর, ২০১৬/ফারজানা