সম্প্রতি পরিনীতি চোপড়া ও সানিয়া মির্জা হাজির হয়েছিলেন সাজিদ খানের টক শো ‘ইয়ারো কি বারাত’–এ। সেখানেই হঠাৎ এই প্রশ্নটি করে বসেন সাজিদ। সানিয়াকে সাজিদ প্রশ্ন করে বলেন, 'আপনার বিয়ে হয়েছে পাকিস্তানে। আপনি ভারতীয়। আচ্ছা, আপনাদের সন্তান কোন দেশের হয়ে খেলবে?'
তবে এই প্রশ্নের জন্য হয়তো প্রস্তুত ছিলেন না সানিয়া। প্রথমে কিছুটা সময় চুপ করে রইলেন, তারপরে বললেন, 'হতে পারে আমাদের সন্তান খেলোয়াড় হল না। চিকিৎসক, অধ্যাপক বা অভিনেতা হল। আর খেলোয়াড় হলে সেটা তখনই দেখা যাবে।'
তিনি আরও বলেন, 'আমি একজন ভারতীয়, ভারতীয় হিসেবে আমার গর্ব আছে। আর শোয়েব একজন পাকিস্তানি, পাকিস্তানি হিসেবে ওরও গর্ব আছে, ও দেশকে ভালবাসে। তাই এখানে সন্তানের দাবি নিয়ে ঝামেলার কিছু নেই। কারণ, আমাদের দু’জন সেরা দম্পতি।'
বিডি প্রতিদিন/৭ ডিসেম্বর ২০১৬/হিমেল