চলতি বিপিএলে মোহাম্মদ শহীদের পর এবার ইনজুরিতে পড়েছেন আরেক পেসার শফিউল ইসলাম। ফাইনালে উঠার লড়াইয়ে তাই দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ শফিউলকে দলে পাচ্ছে না খুলনা টাইটানস।
ইনজুরির বিষয়টি নিজেই জানিয়েছেন শফিউল। তিনি বলেন, ‘গত মঙ্গলবার বিপিএলের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে ইনজুরি আক্রান্ত হয়েছি। আজ সকালে স্ক্যান করতে দিয়েছি। রিপোর্ট এখনও পাইনি। তবে আপাতত যে অবস্থা তাতে ভালো মনে হচ্ছে না।’
এবারের বিপিএলে বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন শফিউল। খুলনা টাইটান্সের হয়ে ১৩ ম্যাচ খেলে ১৮ উইকেট তুলে নিয়েছেন এই টাইগার পেসার।
এর আগে, গত ২৬ নভেম্বর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বাউন্ডরি সীমানার কাছে ফিল্ডিং করতে গিয়ে চোট পান শহীদ। নিউজিল্যান্ড সফরে তার বিকল্প হিসেবে ইতিমধ্যে ২০ সদস্যের বাংলাদেশ দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব