খুলনা টাইটানসকে ৭ উইকেটে হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের ফাইনালে দ্বিতীয় দল হিসেবে জায়গা করে নিয়েছে রাজশাহী কিংস। আগামী ৯ ডিসেম্বর শিরোপা নির্ধরণী ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ডায়নামাইটমস।
বুধবার রাতে মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে খুলনা প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১২৫ রান করে। জবাবে ৭ উইকেট আর ৪ বল বাকি থাকতে লক্ষ্য পৌঁছে যায় রাজশাহী।
দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাব্বির রহমান। ধীর গতির হলেও কার্যকরী এক ইনিংস খেলেন তিনি। ৫২ বলে দুই চার ও এক ছয়ে ৪৩ রানে অপরাজিত থাকেন সাব্বির। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩০ রানে অপরাজিত থাকেন জেমস ফ্রাঙ্কলিন। এছাড়া ২৬ রান করে আউট হন আফিফ হোসাইন।
এর আগে, প্রথমে ব্যাট করে নির্ধরিত ওভার শেষে নয় উইকেট হারিয়ে ১২৫ রান করেছে খুলনা টাইটান্স। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করে অপরাজিত থাকেন ৭ নম্বরে ব্যাটিংয়ে নামা আরিফুল হক। এছাড়া খুলনা দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ ও হাসানুজ্জামান সমান ২২ রান করেন। রাজশাহী হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন সামিত প্যাটেল।
বিডি-প্রতিদিন/০৭ ডিসেম্বর, ২০১৬/মাহবুব