ক্রিশ্চিয়ানো রোনালদোর এজেন্ট জোর্গে মেন্ডেসের নিজস্ব কোম্পানি ‘জেস্টিফিউট’ আরও একদফা তথ্য প্রকাশ করে জানিয়ে দিল যে, কোন ধরনের কর ফাঁকি দেননি এই রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার।
সম্প্রতি ইউরোপের বারোটি সংবাদপত্র গোষ্ঠীর মিলিত সংস্থা একযোগে অনুসন্ধান করে কিছুদিন আগেই জানিয়েছিল যে, রোনালদোসহ বিশ্ব ফুটবলের বেশ কিছু তারকা মোটা অর্থের আয়কর ফাঁকি দিয়েছেন।
বৃহস্পতিবার এই দাবি নস্যাৎ করে পর্তুগিজ মহাতারকার সপক্ষে বেশ কিছু নতুন তথ্য পেশ করেছে তার এজেন্টের কোম্পানি। যারা রোনালদোর আয়কর সংক্রান্ত ব্যাপারটি দেখাশোনা করে থাকে।
বিডি-প্রতিদিন/৯ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৫