সেঞ্চুরির সব সময় আলাদা মর্যদা বহন করলেও নম্বর ব্যাটসম্যানের কাছে এটা আলাদা কিছু। এই কৃতিত্ব শুধু ওই ব্যাটসম্যানকেই উচ্চতার শেখরে নিয়ে যায় না, বরং দলও অপ্রত্যাশিত উপকৃত হয়। ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে এমনই এক ইতিহাস গড়লেন এক ম্যাচ আগে ভারতীয় দলে অভিষিক্ত জয়ন্ত যাদব।
বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলকে সুবিধাজনক অবস্থানে পৌঁছে দেওয়ার পাশাপাশি ১০৪ রান করে সাজঘরে ফেরেন তিনি।
নয় নম্বরে ব্যাট হাতে নেমে মুম্বাই টেস্টে এই ব্যাটিং পজিশনে ভারতের হয়ে এর আগে কখনো কেউই সেঞ্চুরি করতে পারেননি। জয়ন্তর এমন সেঞ্চুরিতে রেকর্ড বইয়ে প্রথমবারের মত নাম উঠলো ভারতেরও। টেস্ট ক্রিকেট ইতিহাসে সপ্তম কোনো দলের (ভারত) নয় নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরি করলেন। আর বিশ্বের ২০তম ব্যাটসম্যান হিসেবে নয় নম্বরে ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করলেন জয়ন্ত।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় ম্যাচে টেস্ট অভিষেক হয় জয়ন্তর।
বিডি প্রতিদিন/ ১২ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম