চতুর্থবারের মত ইউরোপ সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর ট্রফি জিতলেন পর্তুগালের মহানায়ক রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো।
লিওনেল মেসিকে হারিয়ে চলতি আসরের ব্যালন ডি’অর জিতলেন তিনি। এ নিয়ে তার ব্যালন ডি’অর সংখ্যা দাঁড়ালো চারটিতে।
প্যারিসে অনুষ্ঠিত জমকালো ২০১৬ ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই পুরস্কারের মালিক হিসেবে রোনালদোর নাম ঘোষণা করা হয়।
এবারের ব্যালন ডি’অর নিয়ে বেশ কিছু পরিবর্তনও আনা হয়। প্রাথমিক তালিকায় ২৩ জনের পরিবর্তে ৩০ জনের নাম রাখা হয়। সেখান থেকেই চূড়ান্ত বিজয়ী বেছে নেওয়া হয়। বাদ দেওয়া হয় তিনজনের ‘ফাইনালিস্ট’ বা চূড়ান্ত তালিকার নিয়ম।
বিডি প্রতিদিন/১৩ ডিসেম্বর ২০১৬/হিমেল