কিংবদন্তি সঙ্গীত শিল্পী হলেও ক্রিকেটের প্রতি বরাবরাই টান রয়েছে লতা মঙ্গেশকারের। সুযোগ পেলেই টেলিভিশনের পর্দায় ভারতের খেলা দেখেন। শচীন টেন্ডুলকারেরও খুব ভক্ত। এবার বিরাট বন্দনায় কোকিল কন্ঠী লতা মঙ্গেশকার।
চলতি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে ফর্মে রয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টেস্টে কোহলির অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ লতা মঙ্গেশকার।
একজন সঙ্গীত শিল্পী হয়ে বিরটাকে সেরা উপহার হিসেবে একটি গান দিলেন লতা।
ট্যুইট করে ২৩৫ রানের ইনিংসের জন্য কোহলিকে অভিনন্দন জানানোর পাশাপাশি ‘আকাশ কে উস পার ভি’ গানটি উপহার দিয়েছেন তিনি। ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে ইনিংসে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। দলের জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন কোহলি। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।