চতুর্থবারের মত ইউরোপ সেরার স্বীকৃতি ব্যালন ডি’অর ট্রফি জেতায় পর্তুগালের মহানায়ক রিয়াল মাদ্রিদের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন জানিয়েছে তার সাবেক ক্লাব ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি তাদের অফিসিয়াল পেজে রোনালদোকে অভিনন্দন জানিয়ে লিখেছে, ‘ক্রিশ্চিয়ানো রোনালদোকে অভিনন্দন। চতুর্থবারের মতো ব্যালন ডি’অর জেতা সত্যিই অবিশ্বাস্য।’
পেশাদার ফুটবলে তারকা রোনালদোর পরিচিতি ম্যানচেস্টার ইউনাইটেডেই। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাবটির হয়ে ১৯৬টি ম্যাচ খেলেছেন তিনি। ৮৪টি গোলও করেছেন রোনালদো। এরপর ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান পর্তুগিজ সুপারস্টার।
বিডি প্রতিদিন/ ১৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম