বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ডের মাটিতে নিজেদের প্রমানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তাদের সে চেষ্টা সফল করতে সব রকমের সাহায্য করছে। সে লক্ষ্যেই অস্ট্রেলিয়ায় গেছে টাইগার বাহিনী। সেখানেই তাদের জন্য ১০ দিনের ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে।
জানা গেছে এই ক্যাম্পেইনিং এর পাশাপাশি বিগ ব্যাশের দুটি দলের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। ক্রিকেটারদের ‘থ্রোয়িং’-এর কার্যকারিতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার অস্ট্রেলিয়ার জাতীয় বেসবল দলের হেড কোচ জন ডিবলকে বাংলাদেশের অনুশীলনে ডাকা হয়। কোচ হিসেবেও বেশ সুনাম কুড়ানো এই সাবেক ‘পিচার’কে গতকাল কিছুক্ষণের জন্য দেখা গিয়েছে সিডনির ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে। সেখানে এসে তিনি মাশরাফি বিন মর্তুজাদের অনুশীলন আরও জোরালো এবং নিশানাভেদী থ্রোয়িংয়ের দীক্ষাই দেওয়ার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
ধারনা করা হচ্ছে মুশফিকুর রহিম, সোহানুর রহমান সোহানের উইকেটের পিছনের দক্ষতা বাড়াতে দেখা যেতে পারে অস্ট্রেলিয়া দলের সাবেক উইকেটরক্ষক ব্র্যাড হাডিনকেও।
বিডি-প্রতিদিন/১৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৩