চলতি মাসের শেষে নিউজিল্যান্ড সফর শুরু করবে বাংলাদেশ। সেখানে ৩টি করে ওয়ানডে ও টি২০ এবং দু’টি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। তার আগে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন মাশরাফি-তামিমরা। সেখানে দুইটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। এর একটিতে আজ বুধবার বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে মাশরাফি অ্যান্ড কোং। নর্থ সিডনি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়।
সিডনিতে ১০ দিনের অনুশীলন ক্যাম্প শেষে আগামী ১৮ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা। কিউইদের বিপক্ষে ২৬ ডিসেম্বর প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। আর ২০ জানুয়ারি শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব