কাতারের দোহায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দেশটির আল আহলিকে ক্লাবকে ৫-৩ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্টের হয়ে এদিন একটি করে গোল পেয়েছেন লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ। বাকি দুটির একটি পাকো আল আলকাস এবং অন্যটি রাফিনহার।
দাহার থানি বিন স্টেডিয়ামে ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর ম্যাচের ১৬ মিনিটে স্বদেশি মিডফিল্ডার রাফিনিয়ার বাড়ানো বল ডি বক্সে পেয়ে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
৩ গোলে পিছিয়ে বিরতিতে যাওয়া আল আহলিকে ম্যাচে ফেরান ওমর আব্দুল রহমান। ম্যাচের ৫১ মিনিটে দলের ব্যবধান কমান আরব আমিরাতের এই তারকা মিডফিল্ডার। তবে ৪ মিনিট পরেই ব্যবধান আরও বাড়ান স্প্যানিশ ফরোয়ার্ড পাকো আল আলকাসের। ৫৮ মিনিটে কাতারের ক্লাবের জালে বল ঢুকিয়ে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনহা। কিন্তু ৫৯ ও ৬৫ মিনিটে জোড়া গোল করে ম্যাচ জমিয়ে তোলেন আল আহলির সৌদি ফরোয়ার্ড মোহানাদ আসেরি। তবে নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর জালের দেখা না পাওয়া ৫-৩ গোলের জয় নিয়ে মাঠে ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।
বিডি-প্রতিদিন/১৪ ডিসেম্বর, ২০১৬/মাহবুব