মনে তারুণ্য ধরে রাখলেও গত কয়েক বছর ধরে শরীরটা ভালো যাচ্ছে না আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার ম্যারাডোনার। সম্প্রতি দৌড়ালেন ট্রেডমিলে। দৌড় শুরুর খানিক পরে যেন মজা খুঁজে পাচ্ছিলেন না- এমন ভঙ্গিতে থেমে গেলেন। এরপর গান বাজিয়ে ফের দৌড়ানো শুরু করলেন। কয়েক সেকেন্ড পর গানের তালে তালে ট্রেডমিলেই নাচ শুরু করে দেন ৫৬ বছর বয়সী ম্যারাডোনা।
নাচতে নাচতে গানও গেয়েছেন। উল্লাস করেছেন। ৫৬ বছর বয়সের খোলসটা ছেড়ে তিনি যেন ফিরে গিয়েছিলেন সেই তরুণ বয়সে। নাচ, দৌড় বেশ কিছুক্ষণ চলেছিল। কিন্তু যখন থেমেছেন, তখনই ঠিকই বোঝা গেছে বেশ কষ্ট হয়েছে ম্যারাডোনার। হাসি মুখে অনেকক্ষণ দৌড়াতে পারলেও বয়সটা যে আর আগের মতো নেই! সূত্র : ইএসপিএন
বিডি প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/ফারজানা