পুরনো ইনজুরির কারণে ভারতের বিপক্ষে চলমান সিরিজের পঞ্চম টেস্টে মাঠে নামা হচ্ছে না তারকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। খবর বিবিসির।
অ্যান্ডারসন গত আগস্ট থেকে কাঁধের ইনজুরিতে ভুগছেন। এ কারণে ভারতে সফরের প্রথম টেস্টে দেখা যায়নি দলের সর্বোচ্চ উইকেট শিকারি বোলারকে। অ্যান্ডারসনের পরিবর্তে চেন্নাই টেস্টে মাঠে দেখা যেতে পারে স্টুয়ার্ট ব্রডকে।
ইতিমধ্যে দু'দলের মধ্যকার টেস্ট সিরিজ ভারত ৩-০ ব্যবধানের জিতে নিয়েছেন। আগামীকাল শুক্রবার চেন্নাইয়ে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বিডি-প্রতিদিন/১৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব