ক্রিস্টিয়ানো রোনালদো একজন ‘অসাধারণ খেলোয়াড়' হলেও লিওনেল মেসিকেই সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ।
সম্প্রতি কাতার সফরে প্রীতি ম্যাচে সৌদি চ্যাম্পিয়ন আল আহলিকে ৫-৩ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। এই ম্যাচের পরেই বার্তামেউ বলেছেন, ‘বিশ্বের এক নম্বর খেলোয়াড় লিও মেসি এবং সেই থাকবে এতে কোনো সন্দেহ নেই। অবশ্য ক্রিস্টিয়ানো একজন অসাধারণ খেলোয়াড়। মেসি সর্বকালের সেরা ফুটবলার। ২৯ বছর বয়সে সে নিজেকের অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং প্রতিদিনই তার পারফরমেন্স ভাল হচ্ছে।’
বার্তামেউ বার্সা সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন বলেছেন, ক্যাম্প ন্যু থেকেই অবসরে যাবে মেসি। মেসির সাথে বার্সেলোনার বর্তমান চুক্তি ২০১৮ সালের জুনে শেষ হয়ে যাচ্ছে। তবে উভয় পক্ষের মধ্যে সমঝেতা এখনো ইতিবাচক পর্যায়ে না পৌঁছানোয় আর্জেন্টাইন অধিনায়ক এখনো চুক্তি নবায়নের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি বলেই সমালোচকদের ধারণা।
উল্লেখ্য, সোমবার ক্যারিয়ারের চতুর্থ ব্যালন ডি’অর জয় করার কৃতিত্ব দেখিয়েছেন পর্তুগীজ ও রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো। পাঁচবারের বিজয়ী মেসিকে হটিয়ে রোনালদো এই কৃতিত্ব অর্জন করেন। গত অক্টোবরে মাদ্রিদের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন রোনালদো। এছাড়া চ্যাম্পিয়নস লীগ শিরোপা জয়ে মাদ্রিদকে ও প্রথমবারের মত পর্তুগীজকে ইউরো চ্যাম্পিয়নশীপ ও ইউয়েফা কাপের শিরোপা জয়ে মূখ্য ভূমিকাই ছিল সিআর সেভেনের।
বিডি প্রতিদিন/ ১৫ ডিসেম্বর ২০১৬/এনায়েত করিম