সিডনিতে ভক্তদের কবলে পড়লেন ক্রিকেটার তাসকিন আহমেদ! তাদের সঙ্গে ফেলফি তুলতে হয়। দিতে হয় একের পর এক অটোগ্রাফ।
নর্থ সিডনি ওভালে প্রিয় তারকা তাসকিনকে পেয়ে তার সঙ্গে সেলফি তোলেন বাংলাদেশি ক্রিকেটপ্রেমীরা। পরে একটি ছবি তাসকিন শেয়ার করেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। পাশে লিখেছেন, ‘আমার ভক্তদের জন্য রইলো ভালোবাসা।’
নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ায় ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রথম প্রস্তুতি সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ২টায় বিগ ব্যাশ চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্সের মুখোমুখি হবে বিসিবি একাদশ।
বিডি-প্রতিদিন/এস আহমেদ