এক বছরের বিরতিতে আবারো ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার পথে রিয়াল মাদ্রিদ। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ২-০ গোলের জয় পায় রিয়াল। আর এই জয়ের ফলে ক্লাব বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।
রিয়াল মাদ্রিদ এ বছর চ্যাম্পিয়নস লিগ জেতায় সরাসরি ক্লাব বিশ্বকাপের সেমিতে অংশ নেয়। ইয়োকোহামার আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্লাব আমেরিকা গ্যালাকটিকোদের ছেড়ে কথা বলেনি। যদিও তারা হেরে গেছে তবুও হেরে গেলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে তারা।
স্প্যানিশ জায়ান্টদের প্রথম লিড এনে দেন বেনজেমা। প্রথমার্ধের যোগ করা সময়ে টনি ক্রুসের পাসে এই গোলটি করেন তিনি। ইনজুরি সময়ে তাদের সমতায় ফেরার লক্ষ্যে জল ঢেলে দেন রোনালদো। স্পর্শ করেন মাইলফলক ছোঁয়া ৫০০তম গোল।
আগামী রবিবার শিরোপা নির্ধারণীতে স্বাগতিক কাশিমা আন্টলার্সের মুখোমুখি হবে রিয়াল। জাপানের প্রথম ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের ফাইনালে নাম লেখায় কাশিমা আন্টলার্স।
বিডি-প্রতিদিন/১৬ ডিসেম্বর, ২০১৬/তাফসীর-৪