টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বোচ্চ ৪৮৯ রানের রেকর্ডটি এ বছর আগস্টে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের মধ্যকার ম্যাচে হয়েছিল। নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি আসর সুপার স্ম্যাশের এক ম্যাচে এবার সে রেকর্ডটি ভেঙে গেছে। সুপার স্ম্যাশের এই ম্যাচে ৪৯৭ রান হয়েছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও।
বুধবার অনুষ্ঠিত এই ম্যাচে ওটাগো দল প্রথমে ব্যাট করতে নেমে তিন উইকেট হারিয়ে ২৪৯ রান তোলে। জবাবে চার উইকেটে ২৪৮ রান করে ১ রানে হেরে যায় সেন্ট্রাল ডিস্ট্রিক্টস।
ওটাগোর হামিশ রাদারফোর্ড ৫০ বলে ৯টি চার ও ৮টি ছয়ের সাহায্যে করেন ১০৬। জবাবে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মাহেলা জয়বর্ধনে ৫৬ বলে ১২টি চার ও ৭টি ছয়ের সাহায্যে করেন ১১৬ রান। টি২০ ক্রিকেটে এর আগে একটি ম্যাচে এত রান হয়নি।
এর আগে ৪৮৯ রান হয়েছিল ফ্লোরিডায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি২০ ম্যাচে। ৪৬৯ রান হয়েছিল আই পি এলে চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে।
বিডি-প্রতিদিন/ ২৩ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৩