বার্সেলোনার সঙ্গে দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির নতুন চুক্তিতে সই করা স্রেফ সময়ের ব্যাপার বলে মনে করেন নেইমার।
২০১৮ সালের জুনে বার্সেলোনার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। আর্জেন্টিনার ফরোয়ার্ডের সঙ্গে বার্সার চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা এখনও শুরু হয়নি বলে কদিন আগে জানিয়েছিলেন দলটির সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ।
বার্সার সঙ্গে নিজের নতুন চুক্তি আগেই সেরে ফেলা ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার সাংবাদিকদের কাছে এবার মেসির চুক্তি নিয়ে জানান, 'আমরা আশা করি, মেসি বার্সেলোনাতে আমাদের সঙ্গেই থাকবেন। প্রত্যাশা করি, শিগগিরই তিনি নতুন চুক্তিতে সই করবেন।'
বিডি প্রতিদিন/ ২৩ ডিসেম্বর ২০১৬/ এনায়েত করিম