২০১৬ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়। এরপর উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন। সর্বশেষে বিশ্ব ক্লাব কাপে সেরার শিরোপা। বলা যায় এ বছর দুরন্ত পারফরম্যান্স করেছে রিয়াল মাদ্রিদ।
তারই ফল স্বরুপ ক্লাব কর্তৃপক্ষ এবার বোনাস দেবে দলের ফুটবলারদের। রোনালদো সহ দলের প্রতিটি ফুটবলারকে দেওয়া হবে ৮ কোটি টাকা। সেই সঙ্গে প্রত্যেকে অডি গাড়ি। ফুটবলারদের এমন পারফরম্যান্সে প্রচণ্ড খুশি ক্লাব কর্তারা। চলতি মরশুমেও জিদানের কোচিংয়ে দল লা লিগায় শীর্ষে রয়েছে। চ্যাম্পিয়ন্স লিগেও নক আউট পর্যায়ে পৌঁছে গিয়েছে।
এল ক্লাসিকোয় ক্যাম্প ন্যূ-তে গিয়ে ড্র করেছে বার্সিলোনার সঙ্গে। ২০১৬ সালের মত ২০১৭ সালেও যাতে দল এমনই সাফল্য পায় সেকারণেই দ্রুত ফুটবলারদের বোনাস সাফল্য ধরে রাখতে এমন ব্যবস্থা করল রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/ ২৪ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-৭