শুধু আর্জেন্টিনার জার্সি গায়েই নয়, নাপোলির হয়েও মাঠ দাপিয়ে বেড়িয়েছেন দিয়াগো ম্যারাডোনা। খেলোয়াড় থাকার পর নিজের ক্লাব নাপোলির কোচ হতে চলেছেন তিনি। ম্যারাডোনার এজেন্ট সেফানো সেসি ইতালিয়ান মিডিয়ার সামনে এই তথ্য নিশ্চিত করেছেন।
৫৬ বছর বয়সী এই ফুটবল কিংবদন্তি ইতালির এই ক্লাবে খেলেছেন ৭ বছর। এ সময় নাপোলির হয়ে তিনি তিনবার সিরি-এ, উয়েফা কাপ, কোপা ইতালিয়া, সুপার কোপা ইতালিয়ানা জিতেছেন। ম্যারাডোনাকে কোচ হিসেবে পাওয়ার খবরে নাপোলির ফুটবলারদের মধ্যে বেশ সাড়া পড়ে গেছে। দীর্ঘদিন ধরে কোচের চাকরি খুঁজছিলেন ম্যারাডোনা নিজেও। তাই নাপোলির এই খবরে উচ্ছ্বসিত হওয়ার কথা তার নিজেরও।
বিডি-প্রতিদিন/ ২৫ ডিসেম্বর, ২০১৬/ তাফসীর-১৫