ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গত চার আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে দেখা গেলেও এবার নতুন দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে ক্রিস গেইলকে। ২০১৭ সালে সেন্টকিটস অ্যান্ড নেভিস পেট্রিয়টসের কোচ হিসেবে যোগ দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কোচ ফিল সিমন্স। এই দলেই দেখা যাবে ক্যারিবিয়ান ব্যাটিং দানবকে।
গেইল প্রসঙ্গে সিমন্স জানান, ‘আমি খুবই খুশি যে তার মতো একজন ওপেনারকে দলে পেয়েছি। আমার কোচিং ক্যারিয়ারের নতুন একটি দায়িত্ব নিতে পেরেও আমি খুশি। গেইলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, এবারে আমাদের দলটি সফলতার জন্য তার দিকে তাকিয়ে থাকবে।’
সিপিএলের ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত চারটি আসরে তালাওয়াসের অধিনায়ক ছিলেন গেইল। দলটির হয়ে চার আসরে ৪৩টি ম্যাচে অংশ নিয়ে ৪২.৭০ গড়ে রান করেছেন ১৪৫২ রান। ৩ সেঞ্চুরির পাশাপাশি ৮ অর্ধশতক রয়েছে তার।
বিডি-প্রতিদিন/২৫ ডিসেম্বর, ২০১৬/মাহবুব