নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে খেলা হচ্ছে না মুশফিকুর রহিমের। ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোট পান তিনি। আগামীকাল নেলসনে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের জায়গায় খেলবেন উইকেটকিপার-ব্যাটসম্যান নুরুল হাসান।
কোচ চন্দিকা হাথুরুসিংহেই জানান, দুই সপ্তাহ খেলতে পারবেন না মুশফিক। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজে মুশফিককে আর দেখা যাবে না। দলের সঙ্গে অনুশীলনেও নেই মুশফিক। বুধবার তার স্ক্যান করানোর কথা ছিল। কিন্তু অবস্থার একটু উন্নতি না হওয়ায় স্ক্যান করা হয়নি।
সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮তম ওভারে দ্রুত একটি সিঙ্গেল নিতে গিয়ে ডাইভ দেন মুশফিক। আর তাতেই ঘটে বিপত্তি। হ্যামিস্ট্রিংয়ের চোট পান। মাঠে সে সময় ফিজিওর পরিচর্যার পর আবারও খেলা শুরু করেন। কিন্তু পারেননি বেশিক্ষণ মাঠে থাকতে।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর, ২০১৬/ফারজানা